শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে তারেক রহমানের টুইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৫ ০৯:০৭

শেয়ার

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে তারেক রহমানের টুইট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি টুইট করেছেন। টুইটটি নিচে তুলে ধরা হলো:

'এই বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে, আমরা সংবাদপত্রের স্বাধীনতা এবং নৈতিক সততার সাথে সত্য সম্পর্কে প্রতিবেদনকারী সাংবাদিকদের সুরক্ষা রক্ষার জন্য একত্রিত হই। সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে কাজ করে; তাদের কাজকে অবশ্যই রক্ষা করতে হবে এবং গ্রহণ করতে হবে, আক্রমণ বা সেন্সর করা হবে না।

যাইহোক, বাংলাদেশে আমরা সাম্প্রতিক ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসনের রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দমন-পীড়নের অধীনে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিয়মতান্ত্রিক অবক্ষয় প্রত্যক্ষ করেছি। সেই অন্ধকার বছরগুলিতে, অবিস্মরণীয় সাহস ও প্রতিশ্রুতির সাথে, অনেক বাংলাদেশী সাংবাদিক দুর্নীতি, মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন এবং আর্থ-সামাজিক ব্যর্থতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়কে আলোকিত করেছিলেন, যা রাষ্ট্র দ্বারা সংঘটিত হয়েছিলো।

এই সাহসী সাংবাদিকরা সত্যের সন্ধানে, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করে এবং মতপ্রকাশের মৌলিক মূল্যবোধ রক্ষা করে দেশ-বিদেশে ঐতিহ্যবাহী গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের খুঁজে পেয়েছেন।

জাতীয়তাবাদী দল বাংলাদেশ- বিএনপি সাংবাদিকতার একটি নতুন ব্র্যান্ড দ্বারা অনুপ্রাণিত যা নৈতিকতা ও সততার সর্বোচ্চ মান বহন করে। আমরা সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সম্মান করি, এমনকি যখন তা আমাদের এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আমরা আমাদের বিশ্বাসে দৃঢ় রয়েছি যে একটি মুক্ত ও স্বাধীন সংবাদপত্র গণতন্ত্র তৈরি করে বা ব্যাহত করে। সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতাকে অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে জনগণের সেবা করতে হবে।

আমাদের যদি শক্তিশালী ও স্থিতিশীল গণতন্ত্র থাকতে হয়, তাহলে অবশ্যই সাংবাদিকতার অখণ্ডতা ও স্বাধীনতা বজায় রাখতে হবে। আসুন আমরা সমস্ত মতপার্থক্যকে একপাশে সরিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে নির্বাচিত, জবাবদিহিমূলক সরকারগুলি মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং সংবাদ মাধ্যম সহ সকলের জন্য আইনের শাসন নিশ্চিত করে।'

উল্লেখ্য, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্যারিস ভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস' -এর ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স, ২০২৫-এ ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। ২০২৪ সালের মে মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস' -এর প্রতিবেদন অনুযায়ী এ বছর মুক্ত সংবাদমাধ্যমের বিবেচনায় ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৩৩ দশমিক ৭১ নম্বর। যা গত বছর (২০২৪) ছিল ২৭ দশমিক ৬৪।

পতিত আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার সময় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম। আওয়ামী লীগের শাসনামলে ১৫ বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ৪৪ ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

প্রসঙ্গত, এ বছর মুক্ত গণমাধ্যম সূচকে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান বাংলাদেশের দুই ধাপ নিচে (১৫১তম)। পাকিস্তানের অবস্থান ১৫৮তম এবং ভুটানের ১৫২তম। তবে নেপাল (৯০তম), শ্রীলঙ্কা (১৩৯তম) ও মালদ্বীপ (১০৪তম) বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে আছে।

 

banner close
banner close