বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

৪ অথবা ৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে, ২০২৫ ১৯:৫৫

শেয়ার

৪ অথবা ৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া 
ফাইল ছবি।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আগামী ৪ অথবা ৫ মে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার।

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ম্যাডামকে আগামী ৪-৫ মে লন্ডন থেকে দেশে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি।’

বৃহস্পতিবার বিকেলে এসব কথা জানান আব্দুস সাত্তার। 

আব্দুস সাত্তার বলেন, ‘ম্যাডামকে নিয়ে আসতে হবে এয়ার অ্যাম্বুলেন্স করে। সেটা ঠিক করার বিষয় আছে। আবার ম্যাডামের শারীরিক অবস্থার বিষয়টি আছে।’

তিনি আরও বলেন, ‘সবকিছু বিবেচনয় নিয়ে ম্যাডাম কবে দেশে ফিরবেন এটা সুনির্দিষ্ট করে বলতে পারছি না। তবে ৪-৫ মে ধরে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।’

banner close
banner close