বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

আন্দোলনের প্রয়োজন নেই: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫ ০৯:৩০

শেয়ার

আন্দোলনের প্রয়োজন নেই: নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন নেই। আমরা মনে করি না যে তেমন কিছু দরকার হবে। কারণ আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবে।’

শনিবার বিকেলে শরিকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

এদিন গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে প্রথমে ১২ দলীয় জোট এবং পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে পৃথক বৈঠকে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানের লিয়াজোঁ কমিটি।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন। তারা জনআকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে, এটা আমরা আশা করি।’

banner close
banner close