শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

আজ প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫০

শেয়ার

আজ প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বিএনপি
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের জন্য মে ও জুন মাসে পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করার আলোকে সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। আগামী মে-জুন মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পরিপূর্ণ করবে ইসি। তবে কবে জাতীয় নির্বাচন হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ইসির। সোমবার বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ইসি সঠিকভাবে কাজ করছে। ৩০ লাখ নতুন ভোটার যুক্ত হবে, এটা আগে বাদ পড়েছিল। এর মধ্যে ১৫ লাখ বাদ যাবে কারণ তারা মারা গেছে। তবে বিদ্যমান তালিকায় ভোটার বাড়বে।

নির্বাচনের তারিখ ঘোষণা সম্পর্কে বলেন, দেশ ঐখন আমাদের সংবিধান অনুসারে চলছে না। তাই আসন্ন সংসদ নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন নয়, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করবে।  

 

banner close
banner close