চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
জেলা জামায়াতের আমীর অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কর্মী সম্মেলনকে ঘিরে গোটা টাউন ফুটবল মাঠ ছেয়ে গেছে নেতা-কর্মীদের ব্যানার আর ফেস্টুনে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে তোরণ আর বিলবোর্ডগুলোতে শোভা পাচ্ছে জেলা ও কেন্দ্রীয় নেতাদের ছবি।
অপ্রত্যাশিত ঘটনা এড়াতে কঠোর নজরদারি করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সম্মেলন সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন জামায়াতের এক হাজার কর্মী।
এ ছাড়া, সম্মেলনের দিনে সড়কে সব ধরনের যান চলাচল স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সাথে আলোচনা করে তৈরি করা হয়েছে রোডম্যাপ। জনদুর্ভোগ যাতে না হয় সে বিষয়টিও গুরুত্ব দিচ্ছেন আয়োজকেরা।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল প্রধান মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
এ ছাড়া আরও উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর আজিজুল রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের, জেলা জামায়াতের সকল কর্মপরিষদের সদস্যরা, জেলার ৫ টি থানার অধিনে সাংগঠনিক ৮ জন জামায়াতের থানা আমীর, স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার দুপুর ২ টার দিকে আনুষ্ঠানিকভাবে কর্মী সম্মেলন শুরু হবে।
আরও পড়ুন:








