রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪ ১৯:৫৪

আপডেট: ২৮ নভেম্বর, ২০২৪ ১৯:৫৬

শেয়ার

জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুধু ইসকন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের ডা. শফিকুর রহমান একথা বলেন। এ সময় জামায়াতের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কিভাবে নির্বাচনের দিকে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনাও হয়েছে।

আর এই বিষয়ে বিএনপিও ঐক্যমত রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য যে, এর আগে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৫ সদস্যের প্রতিনিধি দল। তারা দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন বলে পরে জানিয়েছেন।



banner close
banner close