শনিবার

৩ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৪ ০৮:২০

আপডেট: ১ নভেম্বর, ২০২৪ ১৬:০৬

শেয়ার

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার
উবায়দুল মোকতাদির চৌধুরী। ছবি: সংগৃহীত

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান, অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

কী মামলায় উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানায়নি পুলিশ। তবে ডিবি প্রধান বলেছেন, ‘সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।’

ডিবি প্রধান আরও বলেন, ‘আজ উবায়দুল মোকতাদির চৌধুরীকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।’

উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক এমপি। তিনি ২০১১ সালে উপ-নির্বাচনে প্রথমবারের মতো এমপি হয়েছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত দশম জাতীয়  সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এবং ২০২৪ সালের ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন তিনি।

২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি পদ হারান।

banner close
banner close