জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মিনিটের প্রতীকী নিরবতা কর্মসূচি ‘নো হর্ন, নো ডাস্ট’ পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে গুলশান-২ চত্বরে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, গুলশান-২ ক্রসিং ট্রাফিক সিগন্যালের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম চারটি দিকেই রেড সিগন্যাল রাখা হয়। এ সময় আগত গাড়িচালকদের অনুরোধ করা হয় গাড়ি থেকে নেমে এক মিনিট নীরবতা পালন করার জন্য।
এতে চালকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং পূর্বনির্ধারিত প্ল্যাকার্ড হাতে তুলে দাঁড়ান। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘নো হর্ন, নো ডাস্ট’, যা মূলত হর্ন বাজানো কমানো এবং রাস্তাঘাট পরিষ্কার রাখার প্রতীক।
এই উদ্যোগ গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় যৌথভাবে বাস্তবায়ন করছে ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই এক মিনিট নীরবতা কর্মসূচি ছিল একটি প্রতীকী জনসচেতনতার আয়োজন, যার উদ্দেশ্য গাড়িচালক-পথচারীদের মধ্যে সড়ক পরিবেশ এবং জনস্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা।
গুলশান ট্রাফিক বিভাগের ডিসি মিজানুর রহমান শেলী এবং অন্যান্য সংশ্লিষ্ট অফিসারদের উপস্থিতিতে অনুষ্ঠানটিতে প্রায় ১৫০ জন ট্রাফিক সহায়তাকারী অংশ নেন।
আরও পড়ুন:








