আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোনো নিরাপত্তা ঝুকিঁ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে জোর দিয়ে তিনি বলেছেন, আগেও বলেছি, এখনও বলছি নির্বাচন নিয়ে কোনো ঝুকি নেই।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সারাদেশের বর্তমান নিরাপত্তা চিত্র পর্যালোচনা করা হয়।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত বড় কোনো নিরাপত্তার থ্রেট নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, তফসিল অনুযায়ী প্রচারণা চলছে। কোনো অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা যেন এ সময় না ঘটে, এজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে। বেআইনি আদেশ না দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। ভোটকেন্দ্রে অনিয়ম বিশৃঙ্খলা দেখা দিলে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দায়িত্ব পালনে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না। কেউ যদি আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:








