মঙ্গলবার

২০ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

টবি ক্যাডম্যানের মেয়াদ নবায়ন করেনি সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ২২:৩৬

শেয়ার

টবি ক্যাডম্যানের মেয়াদ নবায়ন করেনি সরকার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া ব্রিটিশ আইনজীনী টবি ক্যাডম্যানের নিয়োগ সংক্রান্ত চুক্তি গত বছরের ২৬ নভেম্বরে শেষ হয়েছে। ওই চুক্তি আর নবায়ন করেনি আইন মন্ত্রণালয়। ফলে তিনি আর বিশেষ পরামর্শক পদে দায়িত্ব পালন করছেন না।

আজ সোমবার (১৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন টবি ক্যাডম্যান, এমন তথ্য সামাজিক মাধ্যমে জানান ব্রিটিশ মানবাধিকার কর্মী ও অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার এই পদত্যাগের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি।

যদিও প্রসিকিউশন বলছে– পদত্যাগ নয়, টবি ক্যাডম্যানের নিয়োগের মেয়াদ শেষ হয়েছে।

লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে ২০২৪ সালের নভেম্বরে চুক্তিভিক্তিক নিয়োগ দেয়া হয়।

জুলাই অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গত বছরের ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়। তবে আরেক ধারায় তাদের আমৃত্যু কারাদণ্ড হয়।

সেই সাজাকে ‘অপরাধের তুলনায় অপর্যাপ্ত’ মনে করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আইনের বিধান মেনে গত ১৫ ডিসেম্বর আপিল দায়ের করেন, যার শুনানি মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার একইসঙ্গে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় দ্বিতীয় রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।



banner close
banner close