সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ১৫:৩৬

শেয়ার

অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু
ছবি: সংগৃহীত

নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রায় ৩২ কোটি ৫০ লাখ টাকা ঋণ অনুমোদন ও তা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ১৩ জনকে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার নবম বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন। একই সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের শুনানিতে দুদকের পক্ষ থেকে বলা হয়, পরিকল্পিতভাবে একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন ও ছাড় দেখিয়ে অর্থ সরিয়ে নেয়া হয় এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানে। এভাবে আর্থিক প্রতিষ্ঠানকে গুরুতর ক্ষতির মুখে ফেলা হয়েছে।

শুনানির সময় কারাগারে থাকা রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক কর্মকর্তা নাহিদা রুনাই ও রাশেদুল হককে আদালতে হাজির করা হয়। তারা নিজেদের নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন। তবে আদালত উভয় পক্ষের যুক্তি শুনে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের আগস্টে ‘মেসার্স মোস্তফা অ্যান্ড কোং’ নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে ৩২ কোটি ৫০ লাখ টাকার ঋণ অনুমোদন দেয়া হয়। পরবর্তী সময়ে ওই অর্থ ছাড় করে তা এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়।

দুদকের তদন্তে উঠে আসে, ঋণ অনুমোদন ও ছাড়ের পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং গ্রুপসংশ্লিষ্ট ব্যক্তিরা সরাসরি জড়িত ছিলেন।

উল্লেখ্য, এ মামলায় বর্তমানে তিনজন আসামি কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক। তদন্ত শেষে গত বছরের অক্টোবরে দুদক ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে বিচার শুরুর পথ খুলে দেন।



banner close
banner close