রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৫ মাঘ, ১৪৩২

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১২:১২

শেয়ার

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের গণআন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দেয়া হয়েছে।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কার্যালয়ে এই চার্জ দাখিল করা হয়। প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, আজই এই আবেদনের ওপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সংবাদমাধ্যমকে জানান, জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালীন মোহাম্মদপুর এলাকায় যে নৃশংসতা চালানো হয়েছিল, তাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে এই ২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে যাবতীয় তথ্য-প্রমাণাদি সংগ্রহের পর এই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলো।

অভিযুক্তদের মধ্যে জাহাঙ্গীর কবির নানক বিগত আ. লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই একই মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও অন্যতম আসামি করা হয়েছে।



banner close
banner close