রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৪ মাঘ, ১৪৩২

অষ্টম দিনে ৪৫ জনের আপিল মঞ্জুর, নামঞ্জুর ১৮, প্রত্যাহার নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬ ২৩:১৩

শেয়ার

অষ্টম দিনে ৪৫ জনের আপিল মঞ্জুর, নামঞ্জুর ১৮, প্রত্যাহার নয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১০টায় শুরু হয়ে এই শুনানি; চলে বিকাল ৫টা পর্যন্ত।

আজ মোট ১১২ জনের আপিলের শুনানি হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর হয়েছে এবং নামঞ্জুর হয়েছে ৩৭টি। মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে ৯ জন প্রার্থীর। এছাড়া অপেক্ষমাণ রয়ছে ২১টি আবেদন।

এদিন নির্বাচন ভবনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল আবেদনের শুনানিতে হট্টগোল, উত্তেজনারও সৃষ্টি হয়।

এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।



banner close
banner close