রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার ভোর সোয়া ৫টার দিকে যাত্রাবাড়ীর কাজলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল হাওলাদার সাগরের বাড়ি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায়। তার বাবার নাম আজিজ হাওলাদার। বর্তমানে তিনি যাত্রাবাড়ী শনিরআখড়া এলাকায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
রিকশার যাত্রী মো. নয়ন সরকার জানান, ভোরে তিনি বাবুলের অটোরিকশায় মালামাল নিয়ে যাত্রাবাড়ী গিয়েছিলেন। এরপর একই রিকশায় ফেরার পথে কাজলা টোলপ্লাজা এলাকায় রাস্তায় অটোরিকশাটি নষ্ট হয়ে গেলে চালক তা টেনে নিয়ে যাচ্ছিলেন। নয়ন রিকশার পেছনে হাঁটছিলেন। সে সময় একটি কাভার্ডভ্যান একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে সাগরের ওপর দিয়ে উঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। এরপর নয়ন নিজেই সাগরকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সকাল ৬টার দিকে সাগরকে মৃত ঘোষণা করেন।
সাগরের স্ত্রী বিউটি আক্তার জানান, ভোর পৌনে ৫টার দিকে সাগর বাসা থেকে বের হয়েছিলেন। এর আধা ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনার খবর পাই।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুন:








