রবিবার

১১ জানুয়ারি, ২০২৬ ২৮ পৌষ, ১৪৩২

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ১২:১৩

আপডেট: ১১ জানুয়ারি, ২০২৬ ১৮:০৯

শেয়ার

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি
সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে।
শিশুটির চাচা জানান, সীমান্তের ওপার মিয়ানমার থেকে আসা একটি গুলি লাগে হুজাইফার মাথায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আশপাশের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ডাক্তাররা পরিস্থিতি বিবেচনায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিকেলের দিকে তাকে নিয়ে প্রথমে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে।
চিকিৎসকরা জানিয়েছেন, যেহেতু শিশুটির মাথায় গুলি লেগেছে এবং অবস্থা সংকটাপন্ন, তাই তাকে আপাতত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। মাথায় ভেতরে এখনও গুলি রয়েছে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে অস্ত্রোপচার করা হতে পারে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টারশেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলছে। তিন দিন ধরে রাখাইনের মংডুতে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানের কারণে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী।



banner close
banner close