রবিবার

১১ জানুয়ারি, ২০২৬ ২৮ পৌষ, ১৪৩২

জামায়াত প্রার্থী ডা.তাহেরের ফোন নাম্বার ক্লোন করার অভিযোগ

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬ ১৮:৩৯

শেয়ার

জামায়াত প্রার্থী ডা.তাহেরের ফোন নাম্বার ক্লোন করার অভিযোগ
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নায়েবে আমীর ও কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এর ব্যক্তিগত ফোন নম্বরটি হ্যাকার কর্তৃক ক্লোন করা হয়েছে বলে জানা যায়।

শনিবার(১০জানুয়ারী) বিকাল ৫টায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. তাহের এর ব্যক্তিগত সহকারী দেলোয়ার হোসেন দেলু গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ডা. তাহের এর ব্যক্তিগত সহকারী আরো বলেন, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। কুমিল্লা-১১ আসনের ভোটারদের জনপ্রিয়তা অর্জন করার কারনে কোন কুচক্রীমহল সংসদ সদস্য'র ব্যক্তিগত নাম্বারের হোয়াটসঅ্যাপটি ক্লোন করে বিভিন্ন মানুষের নিকট ম্যাসেজ এর মাধ্যমে বিভিন্ন সুবিধা গ্রহন করার চেষ্টা চলমান রেখেছে।

এ ধরনের ঘটনায় ডা. তাহের দু:খ প্রকাশ করে সকলকে প্রতারকদের ম্যাসেজ বা প্রলোভন থেকে দূরে থাকার আহ্বান জানান।



banner close
banner close