শুক্রবার

৯ জানুয়ারি, ২০২৬ ২৬ পৌষ, ১৪৩২

আমরা বিশ্বকাপ খেলবো, তবে ভারতের ভেন্যুতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬ ২০:৪১

শেয়ার

আমরা বিশ্বকাপ খেলবো, তবে ভারতের ভেন্যুতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কেবলমাত্র ভারতের বাইরের ভেন্যুতে হলে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি এটা এভাবে দেখি, একজন ক্রিকেটার সে একটা সীমিত সময় সেখানে যাবে-খেলবে আবার চলে আসবে। তার নিরাপত্তা দেওয়া যদি সম্ভব না হয়, তাহলে দেখুন আমাদের টিম যাবে (বিশ্বকাপে), শুধু টিম না সমর্থকরাও যাবে। খেলা দেখতে যাবে, তাদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো, তারা নিরাপদে থাকবে।’

তিনি আরও বলেন, ‘হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চালাচ্ছে, সেটার প্রেক্ষিতে সত্যিকার অর্থেই ভারতীয় নিরাপত্তাবাহিনীর নিরাপত্তা দেয়া কঠিন। সে হিসেবে আমরা খেলবো; কিন্তু ভারতের বাইরে খেলবো, যেখানে এই সমস্যা হবে না।’

সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার বিষয়ে আইসিসিকে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে দল না পাঠানোর পাশাপাশি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবিও জানানো হয়।



banner close
banner close