বাংলাদেশ ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত করেছে। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের উপদূতাবাসে পর্যটক ভিসা সেবা সীমিত করা হয়েছে। আগের মতো দিল্লি ও আগরতলায় ভিসা দেওয়া বন্ধ থাকায় বর্তমানে শুধু গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিস থেকে পর্যটক ভিসা পাওয়া যায়।
সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তবে বুধবার থেকে এই সীমাবদ্ধতা কার্যকর হয়েছে। বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ভিসা আগের মতোই চালু রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে হামলা ও ভাঙচুর হয়েছিল। এরপর ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করেছিল। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।
আরও পড়ুন:








