রাজধানীর মোহাম্মদপুরে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্স থেকে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং নগদ প্রায় চার লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক।
সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে দোকানের শাটার ও কেচি গেট ভেঙে চোরচক্রটি ভেতরে প্রবেশ করে। দোকানে স্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরা একাধিক ব্যক্তি তালা ভেঙে দোকানের ভেতরে ঢুকে স্বর্ণ ও রুপার গয়নার পাশাপাশি সিন্দুকও নিয়ে যায়।
ফুটেজ অনুযায়ী, চোরেরা দ্রুততার সঙ্গে মালামাল সংগ্রহ করে একটি পিকআপ ভ্যানে তুলে ভোরের আগেই ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই পুলিশকে জানানো হলে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে একাধিক পুলিশ টিম ঘটনাটি অনুসন্ধান করছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন:








