ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি বাংলাদেশ সরকার উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে রাষ্ট্রগুলোর মধ্যকার যে কোনো বিরোধ শান্তিপূর্ণ কূটনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত।
এ ছাড়া বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলে বিবৃতিতে জানানো হয়।
এর আগে শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় আকস্মিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে মার্কিন বিশেষ বাহিনী। যুক্তরাষ্ট্রে কোকেন পাচার ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বর্তমানে তাদের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত একটি মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
আরও পড়ুন:








