বুধবার

৭ জানুয়ারি, ২০২৬ ২৪ পৌষ, ১৪৩২

নদী অববাহিকায় সতর্কতা, দৃষ্টিসীমা নামতে পারে ২০০ মিটারের নিচে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬ ০৯:৪৫

শেয়ার

নদী অববাহিকায় সতর্কতা, দৃষ্টিসীমা নামতে পারে ২০০ মিটারের নিচে
ছবি: সংগৃহীত

দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশায় সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘুন কুয়াশার ফলে দৃষ্টিসীমা ২০০ মিটারের কম হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, দুপুর ১টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে, কোনো সংকেত দেখাতে হবে না।

আবহাওয়া অফিস সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, দেশে শীতের দাপট অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি ঘন কুয়াশার দাপট বজায় থাকতে পারে। বিশেষ করে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।

এ ছাড়া, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।



banner close
banner close