বুধবার

৭ জানুয়ারি, ২০২৬ ২৪ পৌষ, ১৪৩২

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬ ০৭:২৭

শেয়ার

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে সিলেট ও আশপাশের এলাকায় সোমবার (৫ জানুয়ারি) ভোরে এই কম্পন টের পান মানুষজন। ভোর ৪টা ৪৭ মিনিটে সংঘটিত ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.২।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারসহ আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর ভৌগোলিক অবস্থান ছিল ২৬.৪৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৪৩৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। কেন্দ্রস্থল ধিং শহর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে আনুমানিক ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানাসহ দক্ষিণ সুরমা, জৈন্তাপুর এবং কোম্পানিগঞ্জ উপজেলাতেও কম্পন অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।



banner close
banner close