সোমবার

৫ জানুয়ারি, ২০২৬ ২২ পৌষ, ১৪৩২

জানুয়ারিতে তীব্র শীতের আভাস, থাকতে পারে স্বাভাবিক বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬ ১৯:২০

শেয়ার

জানুয়ারিতে তীব্র শীতের আভাস, থাকতে পারে স্বাভাবিক বৃষ্টি
সংগৃহীত ছবি

জানুয়ারি মাসে দেশে চার থেকে পাঁচ দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে কয়েকটি হবে মৃদু থেকে মাঝারি মাত্রার, আবার এক-দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহও হতে পারে। এই সময়ে স্বাভাবিক মাত্রার বৃষ্টির সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে, ফলে তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

এছাড়া জানুয়ারিতে প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। কৃষি আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ১.৫০ থেকে ৩.৫০ মিলিমিটার এবং সূর্যকিরণ পাওয়ার সময় ৩ ঘণ্টা ৫০ মিনিট থেকে ৫ ঘণ্টা ৫০ মিনিটের মধ্যে থাকতে পারে।



banner close
banner close