বুধবার

৩১ ডিসেম্বর, ২০২৫ ১৬ পৌষ, ১৪৩২

জানাজার জন্য খুলে দেয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫ ১১:১০

শেয়ার

জানাজার জন্য খুলে দেয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ
ছবি: সংগৃহীত

আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত নেমেছে। সকাল থেকেই সাধারণ মানুষ, বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের ঢলে পুরো এলাকা পরিণত হয়েছে শোকাতুর মানুষের সমাবেশে। বিপুল ভিড় সামাল দিতে এবং জানাজার ব্যবস্থা সুসম্পন্ন করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেয়া হয়েছে।

বুধবার সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যানসংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার গেট খুলে দেয়া হলে লাখো মানুষের ঢল দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করে। জানাজার জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ উন্মুক্ত রাখা হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সকাল থেকেই শোকাহত মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা মানুষের চোখেমুখে প্রিয় নেত্রীকে হারানোর বেদনা স্পষ্ট।

নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, বাড়িতে থাকতে পারিনি। নিজের খরচে ছুটে এসেছি নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে।

নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, এমন দেশপ্রেমিক সাহসী নেত্রী আর পাব কিনা জানি না। তাই শেষ শ্রদ্ধা জানাতেই এসেছি।

আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর নিশ্চিত করেছে।

এদিকে জানাজা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারে এই মোতায়েন করা হয়েছে।



banner close
banner close