বুধবার

৩১ ডিসেম্বর, ২০২৫ ১৬ পৌষ, ১৪৩২

দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৯:০৭

শেয়ার

দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: হানিফ সংকেত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। রাজনীতির মাঠের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। এই বিয়োগান্তক ঘটনায় আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই ‘আপসহীন’ নেত্রীর বিদায়ে গভীর শোক ও শ্রদ্ধা জানান।

‘জাতি হারাল অভিভাবক’ খালেদা জিয়ার অবদান স্মরণ করে হানিফ সংকেত লেখেন, ‘সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ভোর ৬টায় আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

দোয় ও সমবেদনা শোক প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তার শোকাবহ পরিবারের সব সদস্যের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা ‘

মৃত্যু ও অসুস্থতা দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন ৮০ বছর বয়সী এই মহীয়সী নেত্রী। গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর তাকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ স্থানান্তর করা হয়। অবশেষে মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এক নজরে বেগম জিয়া বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফেনী জেলার পরশুরামের শ্রীপুর গ্রামে। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে মোট তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৯৬ ও ২০০৯ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবেও তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন।



banner close
banner close