মঙ্গলবার

৩০ ডিসেম্বর, ২০২৫ ১৫ পৌষ, ১৪৩২

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের শোক

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৬:২১

শেয়ার

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের শোক
সংগৃহীত ছবি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

মঙ্গলবার এক শোকবার্তায় এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে জাতি যেন এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে পারে—সে কামনাও করছি।

শোকবার্তায় এসআরএফ নেতারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

তাঁরা আরও বলেন, তাঁর আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে এবং মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।



banner close
banner close