ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের কাজ আজ শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রার্থীরা সকাল থেকেই সুশৃঙ্খলভাবে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিকেল ৫টা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। তিনি আরও সকল প্রার্থীকে অনুরোধ করেন, মনোনয়নপত্র জমার সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে যথাযথভাবে দায়িত্ব পালন করবেন।
শরফ উদ্দিন জানান, একাধিক প্রার্থী একই সময়ে আসলেও পরিবেশে কোনো অশান্তি হয়নি। অনেক ক্ষেত্রেই দুই-তিন প্রার্থী একসঙ্গে এসেছেন এবং জুনিয়র ও সিনিয়র প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার পরিবেশ বজায় রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই ধারা অব্যাহত থাকলে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও ন্যায্যভাবে অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ঝুঁকি শনাক্ত হয়নি। তবে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে আরও নির্দেশনা জারি করা হবে।
ঢাকা শহরে পোস্টার ও দেয়াল লিখন সরানোর বিষয়ে তিনি জানান, নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে দুই সিটি করপোরেশন নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে এবং কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মনোনয়নপত্র জমার সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চূড়ান্ত সংখ্যা বিকেল ৫টার পর জানা যাবে। ৫টার মধ্যে যারা কমপাউন্ডে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
শরফ উদ্দিন আরও জানান, নির্বাচনী আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। প্রতিটি নির্বাচনী এলাকায় দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন তদন্ত কমিটি মোতায়েন করা হয়েছে। কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








