সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

বিদেশি পিস্তল ও গুলিসহ দুজন গ্রেপ্তার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫ ১৬:১৭

শেয়ার

বিদেশি পিস্তল ও গুলিসহ দুজন গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর গুলশান এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) এবং মো. মহিউদ্দিন (২২)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৫টা ৩৫ মিনিটে গুলশান আইডিয়াল স্কুলের সামনে চেকপোস্ট চলাকালে কয়েকজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশির চেষ্টা করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে রাসেল ও মহিউদ্দিনকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।

এ ঘটনায় গুলশান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস জানতে মামলার নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।



banner close
banner close