সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে টানা চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫ ১৫:৩৭

শেয়ার

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে টানা চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ
সংগৃহীত ছবি

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগে জড়ো হন। অবরোধ শুরু হলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে কর্মসূচিতে যোগ দেন। এতে শাহবাগ চত্বর স্লোগানে মুখর হয়ে ওঠে। আন্দোলনকারীরা হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত, দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন নানা স্লোগান দেন।

এর আগে টানা তিন দিনের অবস্থান শেষে রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টায় কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহারের ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। সে সময় তিনি চার দফা দাবি তুলে ধরে পরবর্তী কর্মসূচির রূপরেখা জানান।

চার দফা দাবির মধ্যে রয়েছে—

১) খুনি, পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা।

২) বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল।

৩) ভারত আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের।

৪) সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচার।

আবদুল্লাহ আল জাবের বলেন, চারটি দাবিই সমান গুরুত্ব বহন করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই সেগুলো বাস্তবায়ন করতে হবে।

এদিকে, রোববার ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর ইনকিলাব মঞ্চ জানায়, রোববার দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের আট বিভাগে অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ঢাকা ছাড়া বিভাগীয় শহরগুলোতে রাত ৮টা পর্যন্ত অবরোধ চলবে।



banner close
banner close