শনিবার

২৭ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

ঘন কুয়াশায় ঢাকার চার ফ্লাইট নামল কলকাতায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:১০

শেয়ার

ঘন কুয়াশায় ঢাকার চার ফ্লাইট নামল কলকাতায়

ঘন কুয়াশার কারণে আজ শনিবার (২৭ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট নিরাপত্তার স্বার্থে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশাজনিত দৃষ্টিসীমা কমে যাওয়ায় মোট আটটি ফ্লাইট ডাইভার্ট করা হয়। এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

কর্তৃপক্ষ আরও জানায়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।

এদিকে, বিলম্বিত ফ্লাইটগুলোর যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা দিচ্ছে বলে জানানো হয়েছে।



banner close
banner close