মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

আসিয়ান অংশীদারত্বে অগ্রযাত্রা, কম্বোডিয়ার পাশে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫ ২১:১০

শেয়ার

আসিয়ান অংশীদারত্বে অগ্রযাত্রা, কম্বোডিয়ার পাশে বাংলাদেশ
সংগৃহীত ছবি

বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে প্রথম বৈদেশিক অফিস পরামর্শ (Foreign Office Consultation–FoC) কম্বোডিয়ার রাজধানী নমপেনে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার লক্ষ্যে বাংলাদেশের চলমান প্রচেষ্টার প্রতি কম্বোডিয়া পুনরায় পূর্ণ সমর্থন জানিয়েছে।

এফওসিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের সচিব উন খেয়াং এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম। বৈঠকে কম্বোডিয়ান পক্ষ আসিয়ান কেন্দ্রিকতার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশকে আসিয়ানের সঙ্গে যৌথ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানায়।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি ও জলজ সম্পদ, অভিবাসী শ্রমিক, নিরাপদ অভিবাসন, মানব পাচার ও অনলাইন জালিয়াতি প্রতিরোধ, পর্যটন, সরাসরি বিমান যোগাযোগ এবং জনগণ-থেকে-জনগণের সম্পর্ক সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আগামী বছর নমপেনে প্রথম যৌথ বাণিজ্য পরিষদের বৈঠক আয়োজনের বিষয়ে উভয় দেশ একমত হয়।

বাংলাদেশ প্রতিনিধি দল সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার প্রস্তাব দেয়। এর জবাবে কম্বোডিয়ান পক্ষ জানায়, বাংলাদেশ থেকে ইতোমধ্যে এক হাজারেরও বেশি ওষুধ পণ্য তাদের বাজারে নিবন্ধিত হয়েছে এবং এ খাতে সহযোগিতা আরও গভীর করতে একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনের প্রস্তাব তুলে ধরে।

এছাড়া বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকট, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং কূটনৈতিক সংলাপ জোরদারের বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করে। আগামী বছরের শেষের দিকে ঢাকায় পরবর্তী এফওসি আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ।

এফওসি শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ইট সোফিয়ার সঙ্গে একটি পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।



banner close
banner close