উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা অগ্রগতির খবর তার জানা নেই।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপদেষ্টা পরিষদে রদবদল আনা হচ্ছে—এমন আলোচনা চলছিল গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে। সেই প্রেক্ষাপটেই তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত নন।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, উপদেষ্টা পরিষদের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতে পারে সরকার। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রদবদলের সম্ভাবনার কথা উঠে আসে।
সেসব প্রতিবেদনে বলা হয়েছিল, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। একই সঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যেতে পারেন বলেও উল্লেখ করা হয়।
তবে মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্যে স্পষ্ট হয়েছে, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি। ফলে এ বিষয়ে চলমান আলোচনা আপাতত গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
আরও পড়ুন:








