মঙ্গলবার

২৩ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

মার্কিন বিশেষ দূতের সঙ্গে ফোনে কথা প্রধান উপদেষ্টার, নির্ধারিত সময়েই নির্বাচনের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫ ২৩:২৩

শেয়ার

মার্কিন বিশেষ দূতের সঙ্গে ফোনে কথা প্রধান উপদেষ্টার, নির্ধারিত সময়েই নির্বাচনের আশ্বাস
সংগৃহীত ছবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আবারও স্পষ্ট করে জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের যে ভোটাধিকার খর্ব করা হয়েছিল, তা পুনরুদ্ধারের অপেক্ষায় এখন পুরো জাতি।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে (ঢাকা সময়) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই ফোনালাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

আলোচনায় দুই দেশের বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিষয়, আসন্ন সাধারণ নির্বাচন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গ আলোচিত হয়। একইসঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তারা।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বও পালনকারী সার্জিও গোর শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। এসব আলোচনার ফলস্বরূপ বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফোনালাপে শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় মানুষের ব্যাপক অংশগ্রহণ নিয়েও কথা বলেন মার্কিন বিশেষ দূত। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, অপসারিত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিপুল অর্থ ব্যয় করছে এবং পলাতক নেতারা সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন—এমন অভিযোগ রয়েছে।

তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানান ড. ইউনূস। তিনি বলেন, নির্বাচনের আগে হাতে সময় রয়েছে প্রায় ৫০ দিন। এই সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, “আমরা এমন একটি নির্বাচন করতে চাই, যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”

এই ফোনালাপের সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।



banner close
banner close