ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে ভিসা সেবা স্থগিত থাকার পাশাপাশি ত্রিপুরার আগরতলা ও পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও সাময়িকভাবে ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার—উভয় স্থানেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিল্লির মতো আগরতলার সহকারী হাই কমিশনেও ভিসা ও কনস্যুলার সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট মিশনগুলোতে এ বিষয়ে নোটিশ টানানো হয়েছে।
এদিকে জানা গেছে, সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ এবং শিলিগুড়ি মহানগর সংগঠনের কয়েকজন সদস্য ওই ভিসা কেন্দ্রে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে শিলিগুড়ির ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন:








