রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সন্ধ্যার পর আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, এই সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ।
এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা ৩৮ মিনিটে সূর্যোদয় হবে।
আরও পড়ুন:








