দেশে রবিবার, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে রজব মাস শুরু হবে। এই হিসাব অনুযায়ী, ১৬ জানুয়ারি দিবাগত রাতেই সারা দেশে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।
রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
চাঁদ দেখা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান (স্পারসো) থেকে। এই তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা ও ইসলামী গবেষকরা।
আরও পড়ুন:








