সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ভবিষ্যতে বিএনপি শিক্ষার ওপর কোনো ভ্যাট বসাবে না: ড. মাহদি আমিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ২২:৩৪

আপডেট: ২১ ডিসেম্বর, ২০২৫ ২২:৩৬

শেয়ার

ভবিষ্যতে বিএনপি শিক্ষার ওপর কোনো ভ্যাট বসাবে না: ড. মাহদি আমিন
সংগৃহীত ছবি

ভবিষ্যতে বিএনপি শিক্ষার ওপর কোন ভ্যাট বসাবে না এবং মানুষের ওপর বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমিন।

রবিবার (২১ ডিসেম্বর) গুলশানের আমারী হোটেলে ইয়থ কাউন্সিল অব বাংলাদেশের আয়োজনে 'কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ দিকনির্দেশনা' শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময়, বিএনপির কাছে শিক্ষার অর্থ শুধু সনদ নয়, বরং শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো নৈতিক, দক্ষ ও কর্মক্ষম মানুষ গড়ে তোলা বলে উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউথ কাউন্সিল অফ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সাহাদত বিন জামান। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, শিখো'র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহির চৌধুরী, সেন্ট্রিস্ট নেশনের প্রতিষ্ঠাতা, কলাম লেখক, ব্যাংকার শাফকাত রাব্বী।



banner close
banner close