রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

নয়াদিল্লিতে হাইকমিশনের ঘটনা নিয়ে ভারতীয় ব্যাখ্যা প্রত্যাখ্যান ঢাকার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ২০:২৬

আপডেট: ২১ ডিসেম্বর, ২০২৫ ২০:২৯

শেয়ার

নয়াদিল্লিতে হাইকমিশনের ঘটনা নিয়ে ভারতীয় ব্যাখ্যা প্রত্যাখ্যান ঢাকার
সংগৃহীত ছবি

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাসভবনে সংঘটিত সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ঘটনাকে “বিভ্রান্তিকর প্রচারণা” হিসেবে দেখানোর প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাসভবনের বাইরে দুর্বৃত্তদের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, যার ফলে হাইকমিশন কমপ্লেক্সের ভেতরে কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ বিষয়ে হাইকমিশনকে আগাম কোনো তথ্য জানানো হয়নি বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে ভারতে অবস্থিত বাংলাদেশের সকল কূটনৈতিক পোস্টের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে ভারত সরকারের প্রতিশ্রুতির বিষয়টি বাংলাদেশ সরকার লক্ষ্য করেছে।

এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের একজন বাংলাদেশি নাগরিকের ওপর বিচ্ছিন্ন হামলার ঘটনাকে সংখ্যালঘুদের ওপর সামগ্রিক আক্রমণ হিসেবে উপস্থাপনের ভারতীয় কর্তৃপক্ষের প্রচেষ্টা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বলা হয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য অনেক অঞ্চলের তুলনায় বাংলাদেশের আন্তঃসাম্প্রদায়িক পরিস্থিতি ভালো এবং স্থিতিশীল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই অঞ্চলের সব সরকারেরই নিজ নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে—বাংলাদেশ এ বিশ্বাসে অটল।



banner close
banner close