রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

নির্বাচনে পর্যবেক্ষক হতে আবেদনের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩২

শেয়ার

নির্বাচনে পর্যবেক্ষক হতে আবেদনের সময় বাড়লো
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য আবেদনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

রবিবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যেসব নির্বাচন পরযবেক্ষণ সংস্থা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তাদের ২১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। তবে, পর্যবেক্ষক সংস্থাসমূহের আবেদনের প্রেক্ষিতে পর্যবেক্ষক মোতায়েন আবেদনের সময়সীমা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেছে ইসি।

ইসির জনসংযোগ বিভাগ আরও জানায়, কমিশন থেকে অনুমতি পাওয়ার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরবরাহ করা হবে। স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংশ্লিষ্ট রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে দেয়া হবে।

পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকের এইচএসসি বা সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং অঙ্গীকারনামার ফরমগুলো যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



banner close
banner close