জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের কবরস্থানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভেতরে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা শেষে মরদেহ এখানে দাফনের কথা থাকায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কবর খোঁড়াসহ আনুষঙ্গিক সব কাজ শেষ পর্যায়ে রয়েছে। একই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কবরস্থানের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
কবরস্থানের মূল ফটক ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। তাদের সামনেই সারিবদ্ধভাবে বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমসহ উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের তদারকি দেখা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, জানাজা ও দাফনকে ঘিরে জনসমাগমের সম্ভাবনা রয়েছে। সে কারণেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়।
আরও পড়ুন:








