জনসমুদ্রে পরিণত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাস্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা। বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে নির্ধারিত স্থানে জায়গা না হওয়ায় সড়কেই জোহরের নামাজ আদায় করেন অনেকে।
শনিবার দুপুর দেড়টার দিকে জানাজা শুরুর আগেই সংসদ ভবনের আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসমাগমের কারণে মুসল্লিদের একটি বড় অংশ সড়কের ওপরই কাতারবন্দি হয়ে জোহরের নামাজ আদায় করেন।
সংসদের দক্ষিণ প্লাজায় বড় জামাত হলেও খণ্ড খণ্ড জামাতে অংশ নেন মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকা লোকজন। এসবের ইমামতি করছেন নিজেরাই। তবে এখনো আসছেন হাজারো মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বেড়ে যায়। তবে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো এলাকা।
আরও পড়ুন:








