শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ২০:৪৩

আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২৫ ২০:৫০

শেয়ার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা
সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, আগামী শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় ওই সময় মানিক মিয়া এভিনিউ এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে।

জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ কারণে শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত নগরবাসীকে মানিক মিয়া এভিনিউ এলাকা পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপির ঘোষিত বিকল্প সড়কগুলো হলো—

  • মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেটে প্রবেশ করবে।
  • ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–গণভবন ক্রসিং ব্যবহার করবে।
  • ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন আসাদগেট–গণভবন ক্রসিং–লেক রোড–বিজয় সরণি হয়ে চলাচল করবে।
  • আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং হয়ে লেক রোড ও বিজয় সরণি ব্যবহার করবে।
  • এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–আসাদগেট হয়ে গমন করবে।
  • মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭গামী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হয়ে চলাচল করবে।
  • এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনকে জানাজার সময় ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি আরও জানায়, নিরাপত্তার স্বার্থে জানাজায় আগতদের কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।



banner close
banner close