শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

মিছিল, স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৫

শেয়ার

মিছিল, স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে আজ শুক্রবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন ছাত্র-জনতা। মিছিল, স্লোগান ও অবস্থান কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা।

সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ শাহবাগে এসে জড়ো হচ্ছেন। কেউ সংগঠিত মিছিল নিয়ে আসছেন, আবার অনেকেই ব্যক্তিগত উদ্যোগে এসে প্রতিবাদে অংশ নিচ্ছেন। বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা ও ব্যানার দেখা গেছে।

শাহবাগে বিক্ষুব্ধ জনতার মুখে শোনা যাচ্ছে, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও’, ‘এই বাংলায় আওয়ামী লীগের আস্তানা হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না,’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’—এমন নানা প্রতিবাদী স্লোগান।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়।



banner close
banner close