শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫ ০৯:৩৭

শেয়ার

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সোনা মিয়ার টেককি এলাকায় মাদক কারবারকে কেন্দ্র করে প্রকাশ্যে সাগর নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ মাদক কারবারিরা।

বৃহস্পতিবার দুপুর দুইটা ৫০ মিনিটের দিকে সাথী টি স্টলে এই ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চাঁদ উদ্যান সোনামিয়ার টেককি পাইওনিয়ার রোডের চায়ের দোকানে ছয় থেকে সাতজন ঢুকে এলোপাতাড়ি সাগরকে কোপাতে থাকে। পরে তারা কুপিয়ে চলে যায়। এরপর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। সোনামিয়ার টেককিতে হেরোইনের স্পটকে কেন্দ্র করে নাঈম ও সোর্স নয়নের ভাই শাওনের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। প্রকাশ্যে সোর্স নয়নের ভাই হেরোইন ব্যবসায়ী শাওন, শাওনের চাচা রিন্টু, সজীব, নয়ন, রাজীব ও মৃদুলসহ বেশ কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা জানান, চাঁদ উদ্যানের সোনা মিয়ার টেককি মাদকের হটস্পট। সোনামিয়ার টেককিতে সকল ধরনের মাদক বিক্রি করে সোর্স নয়নের ভাই শাওন। শাওনের ভাই পুলিশের সোর্স হওয়ায় তাকে পুলিশ কখনোই ধরে না। গত বছর চাঁদ উদ্যানে পাতা আলামিন হত্যাকাণ্ডে অস্ত্র সাপ্লাই দিয়েছিল সোর্স ভাই শাওন। কিশোর গ্যাং ও মাদকের স্পট- এমন কোনো অপরাধ নেই যে শাওন করে না, কিন্তু সোর্সের ভাই হওয়ায় কোনো আইনশৃঙ্খলা বাহিনী তাকে কখনোই ধরে না। বারবার সে অপরাধ করে তার ভাইয়ের কারণে বেঁচে যায়। শাওন বাহিনী ধারালো সামুরাই নিয়ে প্রকাশ্যে মহড়া দিলেও তার ভাইয়ের কারণে সে বারবার বেঁচে যায়।

গুরুতর আহত সাগরের বাবা মোনামিয়া জানান, ‘দুপুরের দিকে আমার ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। আমার ছেলে একটি কোম্পানিতে সেলসম্যানের চাকরি করে। আমি হাসপাতাল এসেছি, এখন পর্যন্ত সে বিষয়ে বিস্তারিত জানতে পারিনি। আমার ছেলের মাথা, হাত ও পিঠে একাধিক কোপানোর চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ মামুন জানান, ‘চাঁদ উদ্যানের এই ঘটনায় ইতোমধ্যে আমাদের অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় আমরা একজনকে আটক করতে পেরেছি। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’

এই ঘটনায় যাদের নাম এসেছে এবং সিসিটিভি ফুটেজে যাদের দেখা যায়, তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।



banner close
banner close