ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশব্যাপী তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে ছাত্র-জনতা। তার হত্যার বিচার ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সর্বত্র শুরু হয় প্রতিবাদ।
ঝালকাঠি
ঝালকাঠিতে এনসিপি, নাগরিক অধিকার সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের কলেজ মোড় এলাকায় ঝালকাঠি–খুলনা জাতীয় মহাসড়কে এই কর্মসূচি শুরু হয়। এদিকে হাদির মৃত্যুর খবরে পুরো জেলায় শোকের আবহ নেমে এসেছে। নলছিটি উপজেলার খাসমহল এলাকায় তার গ্রামের বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমাচ্ছে।
পিরোজপুর
পিরোজপুরে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাত ১১টার দিকে সাধনার পুল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে রাত পৌনে ১১টায় ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে সড়ক অবরোধ করে। রাত ১২টা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যান জুলাই যোদ্ধারা। সমাবেশে বক্তারা বলেন, হাদির মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের এক শক্তিশালী প্রতীক হয়ে থাকবে। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা কে এম নাজিম উদ্দিন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী, এনসিপির জেলা সংগঠক ফয়সাল প্রিন্স এবং গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুদাছির তুসি।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে রাজপথ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে এবং সমাবেশ থেকে খুনি ও তাদের মদদদাতাদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়।
গাজীপুর
গাজীপুরে শিববাড়ি ও টঙ্গীর কলেজ গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী মিছিল বের করে শিববাড়ি এলাকায় গিয়ে অবস্থান নেয়, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাজধানী ও অন্যান্য জেলা
ঢাকার শিমুলতলী সড়ক ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেট এলাকায় অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একই দাবিতে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মধ্যরাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হাদির মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; ফ্যাসিবাদী শক্তির ধারাবাহিক দমননীতির অংশ।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই শহিদদের অধিকার রক্ষা, আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবিরোধী সক্রিয় রাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স-কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
আরও পড়ুন:








