শুক্রবার

১৯ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের ঘোষণা: জুলাই ঐক্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ২৩:০৫

শেয়ার

শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের ঘোষণা: জুলাই ঐক্য
সংগৃহীত ছবি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জুলাই ঐক্য। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার সারাদেশের সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় কফিন মিছিল অনুষ্ঠিত হবে।

জুলাই ঐক্যের নেতারা বলেন, ওসমান বিন হাদি ছিলেন জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সংগঠক। তার অবদান সংগঠনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর প্রতি শান্তি ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।



banner close
banner close