জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পুলিশি সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি অপরাধ তদন্ত এবং সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত এই কমিটিগুলোতে বিচারকরা দায়িত্ব পালন করছেন।
ইসির আইন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে দেশের সব বিভাগীয় কমিশনার ও পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক দায়িত্ব পালনের সময় কমিটির কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর দুইজন অস্ত্রধারী সদস্য নিয়োগ দিতে হবে। এ বিষয়ে সব পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া কোনো অনুসন্ধান বা বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কমিটির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১কক (২) অনুচ্ছেদের আলোকে সংশ্লিষ্ট পুলিশ কমিশনার, পুলিশ সুপার, স্থানীয় থানার অফিসার ইনচার্জ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কমান্ডাররা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনি অপরাধ দমনে এ নির্দেশনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:








