বৃহস্পতিবার

১৮ ডিসেম্বর, ২০২৫ ৩ পৌষ, ১৪৩২

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ১১:২০

শেয়ার

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার এই ভিসা সেন্টারে ভিসা আবেদনসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়।

এর আগে বুধবার ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন।

ভিসা সেন্টারের এক বিবৃতিতে বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, ঢাকায় আইভিএসি–জেএফি বুধবার দুপুর দুইটায় বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, আজ জমা দেয়ার জন্য সময় নির্ধারণ করা সমস্ত আবেদনকারীকে পরবর্তী সময়ে একটি স্লট দেয়া হবে।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে যে টানাপোড়েন চলছে, তা নিয়ে বার্তা এসেছে দুপক্ষেই। দুই দিনের ব্যবধানে দুই দেশের হাইকমিশনারকে তলবের ঘটনাও ঘটেছে।



banner close
banner close