বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

রাজধানীর খিলগাঁওয়ে সেনা অভিযানে পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ০৯:০২

শেয়ার

রাজধানীর খিলগাঁওয়ে সেনা অভিযানে পিস্তল ও গোলাবারুদ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও তিলপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে রামপুরা আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

সেনা সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপুরা আর্মি ক্যাম্প থেকে তিনটি টহল দল খিলগাঁও তিলপাড়া এলাকায় অভিযান শুরু করে। অভিযানের সময় একটি নির্মাণাধীন ভবনে আনুমানিক চার থেকে পাঁচজন দুর্বৃত্ত বৈঠক করছিলো। সেনা টহলের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ফাইভ-স্টার পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা শটগানের কার্তুজ এবং ছয় রাউন্ড ব্যবহৃত শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়ার জন্য খিলগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।



banner close
banner close