সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

তরুণদের নেতৃত্বে অভিবাসন ও উন্নয়ন নিয়ে জাতীয় সংলাপ

মুনতাসির তাসরিপ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৯

শেয়ার

তরুণদের নেতৃত্বে অভিবাসন ও উন্নয়ন নিয়ে জাতীয় সংলাপ
তরুণদের নেতৃত্বে অভিবাসন ও উন্নয়ন নিয়ে জাতীয় সংলাপ

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫ উপলক্ষে তরুণদের ভূমিকা ও নেতৃত্বকে গুরুত্ব দিয়ে ঢাকার ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়েছে উচ্চপর্যায়ের জাতীয় সংলাপ “Youth for Change: Youth as Drivers of Migration & Development”।

সংলাপটির আয়োজন করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ। এতে সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং যুব নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ল্যান্স বোনো, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষাবিদ এবং সিভিল সোসাইটি নেতারা। এই গুরুত্বপূর্ণ সংলাপে যুব নেতৃত্বাধীন সংগঠন ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ইউক্যান) সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

সংস্থাটির রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর রাশেদ জিয়া রানা প্রথম প্যানেল আলোচনায় যুবদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, অভিবাসন ও উন্নয়ন প্রক্রিয়ায় তরুণদের কেবল নীতির উপকারভোগী হিসেবে দেখলে চলবে না; বরং নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও উদ্ভাবনের সক্রিয় অংশীদার হিসেবে তাদের অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, যুব নেতৃত্বাধীন সংগঠনগুলো উদ্ভাবনী চিন্তাধারা, অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি, কমিউনিটি পর্যায়ে কাজ এবং তথ্য-প্রমাণভিত্তিক অ্যাডভোকেসির মাধ্যমে অভিবাসনসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। তরুণ অভিবাসীদের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদা নীতিনির্ধারণে প্রতিফলিত না হলে টেকসই সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংলাপে আলোচকরা অভিমত দেন, তরুণ অভিবাসীদের কণ্ঠকে গুরুত্ব দিয়ে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা গেলে তা জাতিসংঘের Youth 2030 Strategy এবং বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। একই সঙ্গে এটি অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি ও আন্তঃসংস্কৃতিক সংহতি জোরদার করবে।

আয়োজকদের মতে, এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য “My Great Story: Cultures and Development” অভিবাসীদের গল্প, অবদান ও সংস্কৃতিকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার বার্তা দেয়।



banner close
banner close